রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সংসদ নির্বাচন উপলক্ষে ইউএনও ও এসিল্যান্ডের কেন্দ্র পরিদর্শন 

ময়মনসিংহ প্রতিনিধি

সংসদ নির্বাচন উপলক্ষে ইউএনও ও এসিল্যান্ডের কেন্দ্র পরিদর্শন 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন।

এ সময় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বিভিন্ন নির্বাচনি ক্যাম্প পরিদর্শন করেন। সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের  অংশ হিসেবে  ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে। 

তিনি আরো জানান, এ কার্যক্রম ধারাবাহিকভাবে ময়মনসিংহ সদর উপজেলার সব কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে। বিভিন্ন প্রার্থীর নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টিএইচ